বিপিএল যাচ্ছে চট্টগ্রাম, দেখে নিন পয়েন্ট টেবিল
আসরের অর্ধেকটা পার করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের পঞ্চম আসর। সিলেট পর্বের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। এক ঝাঁক দেশি বিদেশি ক্রিকেটারের জমজমাট এ টুর্নামেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম। মাঝ পথে এসে দারুণভাবে জমে উঠে দেশের ফ্রাঞ্ছাইজি ভিত্তিক সবচেয়ে বড় এ টুর্নামেন্ট। এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি করে ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সিক্সার্স। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে ৫ জয় এবং ১টি হারে তাদের পয়েন্ট ১০। ঘরের মাঠে এবার আধিপত্য ধরে রাখার মিশন। তারকাখচিত ঢাকা ডায়নামাইটস আছে দুই নম্বরে। ৪ জয় আর ৩ পরাজয়ে তাদের পয়েন্ট ৯। সাকিবের চেয়ে এক ম্যাচে কম খেলে সমান পয়েন্ট মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার। তবে রান রেটে পিছিয়ে থেকে তাদের অবস্থান তিনে। দুই ম্যাচ কম খেলেও সিলেটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাশরাফির রংপুর রাইডার্স। ছয় ম্যাচে সমান তিনটি জয় এবং তিনটি পরাজয়ে তাদের পয়েন্ট ৬। ৪ এবং ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে যথাক্রমে রাজশাহী কিংস এবং চিটাগং ভাইকিংস।
পয়েন্ট টেবিল:
দল | ম্যাচ | জয় | পরাজয় | পরিত্যাক্ত/টাই | পয়েন্ট | রান রেট |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৬ | ৫ | ১ | ০/০ | ১০ | +০.৭৫৬ |
ঢাকা ডায়নাইটস | ৮ | ৪ | ৩ | ১/০ | ৯ | +১.৫২৬ |
খুলনা টাইটান্স | ৭ | ৪ | ২ | ১/০ | ৯ | -০.০৪৫ |
সিলেট সিক্সার্স | ৮ | ৩ | ৪ | ১/০ | ৭ | -০.৬৭২ |
রংপুর রাইডার্স | ৬ | ৩ | ৩ | ০/০ | ৬ | -০.২৯৪ |
রাজশাহী কিংস | ৭ | ২ | ৫ | ০/০ | ৪ | -০.৮০৫ |
চিটাগং ভাইকিংস | ৬ | ১ | ৪ | ১/০ | ৩ | -০.৬৩৮ |
আগামী ২৪ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে লড়াবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।